সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি বাতিলের দাবি জানিয়েছেন বিদ্রোহীরা। শনিবার বিকেল সাড়ে তিনটায় সিলেট জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।সংবাদ সম্মেলনে বলা হয়, ২০১৪ সালের ১৮ সেপ্টেম্বর সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি গঠন করা হয়। কিন্তু, গত এক বছরেও ওই কমিটি সরকারি বিরোধী আন্দোলনে কোনো ভূমিকা রাখতে পারেনি। উপরন্তু, তারা এ এক বছরে স্বাভাবিক কার্যক্রম চালাতে পারেনি।বিদ্রোহী ছাত্রদলের নেতারা আরও বলেন, ১০ টাকার বিনিময়ে তারা দলের সদস্য ফরম বিক্রি করে। ২-৩টি উপজেলায় তারা পকেট কমিটি দিয়েছে। কোনো উপজেলায় তারা প্রতিরোধের মুখেও পড়েন। এ অবস্থায় এ কমিটির কার্যক্রম চালানোর কোনো নৈতিক ভিত্তি নেই।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক চৌধুরী পাঁচ দফা দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, কারাবন্দি ছাত্রদল সভাপতি রাজিব আহসানসহ অন্যদের মুক্তি, বিএনপি নেতা ইলিয়াস আলী ও ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারকে ফিরিয়ে দেয়া, নেতা-কর্মীদের বাসায় পুলিশি তল্লাশি বন্ধ ও শান্তিপূর্ণ মিছিলে বাঁধা না দেয়া।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ছাত্রদল নেতা লোকমান আহমদ, আব্দুল মজিদ, অর্জুন ঘোষ, এখলাছুর রহমান মুন্না, নাজিম উদ্দিন পান্না ও লিটন আহমদ প্রমুখ।ছামির মাহমুদ/এমজেড/পিআর
Advertisement