তথ্যপ্রযুক্তি

ভবিষ্যৎ জানাবে গুগল

এবার মানুষের ভবিষ্যৎ জানাবে গুগল। সার্চ ইঞ্জিন জায়ান্ট ‘গুগল ফরচুন টেলিং’ নামে একটি বিশেষ সার্চ ফিচার চালু করেছে। আর এর মাধ্যমে ভবিষ্যৎ সম্পর্কে যেকোনো প্রশ্নের উত্তর দিচ্ছে গুগল।বর্তমানে শরণার্থীদের আশ্রয়ের ইস্যুতে ইউরোপের ব্যাপক সমালোচনা হচ্ছে। বিশ্বজুড়ে এ বিষয়ে সচেতনতা তৈরি করতে গুগল এই অভিনব উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে। এজন্য সম্প্রতি একটি ফেক সাইট তৈরি করেছে। আর এর মাধ্যমেই গুগল ব্যবহারকারীদের জানাচ্ছে তাদের ভবিষ্যৎ।প্রথমে দেখলেই যে কারো মনে হতে পারে, গুগল ফরচুন টেলিং ফিচারটি আপনার ভবিষ্যত বলে দেওয়ার জন্য তৈরি। এই বিটা সাইটটি প্রথমে ভবিষ্যৎ জানতে উৎসাহী ব্যবহারকারীদেরকে নিজের মত একটি প্রশ্ন করতে বলছে। যখনই প্রশ্ন টাইপ করতে যান তখনই নিজে থেকেই কিছু প্রশ্ন দেখাতে থাকে সাইটটি।গুগলের নিজের দেওয়া প্রশ্নগুলিও কিন্তু কিছুটা অন্যরকম। যেমন- পৃথিবীর সব মানুষ মাথার তলায় ছাদ পাবে কিনা, যুদ্ধ একদিন থামবে কিনা, আমি কি কোনোদিনও আমার পরিবারের সঙ্গে আবারও মিলিত হতে পারব।যখনই কেউ কোনো প্রশ্নে ক্লিক করতে যাবে তখন সাইটি জানাবে, তারা মোটেও ভবিষ্যৎ জানাতে পারে না। শুধু মাত্র শরণার্থীদের প্রতি কিছুটা সহানুভূতির জন্য ব্যবহারকারীদের দৃষ্টি আকর্ষণে এই ফিচারটি চালু করা হয়েছে।

Advertisement

উল্লেখ্য, বর্তমানে অন্তত ৬ কোটি মানুষ নিজ দেশ থেকে পালিয়ে ইউরোপে আশ্রয়ের খোঁজে পাড়ি জমিয়েছে। এসব শরণার্থীদের প্রতি এই ফিচারটির মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে দিতে আহ্বান জানিয়েছে গুগল।এসআইএস