চলছে ১৪৪১ হিজরি বছরের প্রথম মাস মহররম। রবিউল আউয়াল আসতে বেশিদিন বাকি নেই। আর একমাস পরেই শুরু হবে পবিত্র রবিউল আউয়াল। বিশ্বনবির জন্মদিন উপলক্ষ্যে সংযুক্ত আরব আমিরাত ১২ রবিউল আউয়ালকে সরকারি ছুটি ঘোষণা করেছে।
Advertisement
বিশ্বব্যাপী পবিত্র রবিউল আউয়ালে বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মদিন পালন করা হয়। আবার অনেকে এ মাসজুড়ে বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সীরাত তথা জীবনী নিয়েও সভা-সেমিনার-সিম্পোজিয়া ও র্যালীর আয়োজন করেন।
এবার রবিউল আউয়ালে বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মদিন উদযাপন করার পাশাপাশি সরকারিভাবে অফিসিয়িাল ছুটি ঘোষণা করেছে দেশটি।
মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত ২০১৯ সালে তাদের রাষ্ট্রীয় ছুটির তালিকা প্রকাশ করেছে। আর তাতে ১২ রবিউল আউয়াল সরকারি ছুটির হিসেবে সংযোজন হয়েছে।
Advertisement
الهيئة تعمم جدول #العطلات_الرسمية المعتمدة في الدولة استناداً لقرار #مجلس_الوزراء 37 لسنة 2019 المعدل لبعض أحكام قرار 27 لسنة 2019 بشأن العطلات الرسمية @UAE_BARQ @MSDAR_NEWS @wamnews @Sharjahnews @sharjah_radio pic.twitter.com/eoxDQeEjFF
— FAHR (@FAHR_UAE) September 8, 2019সংযুক্ত আরব আমিরাতের ‘দ্য ফেডালে অথরিটি অফ দ্য ইউনাইটেড আরব আমিরাত ফর হিউম্যান রিসোর্স’ (The Federal Authority of the United Arab Emirates for Human Resources) এক রাষ্ট্রীয় প্রজ্ঞাপন জারি করে এ ছুটির এ তালিকা প্রকাশ করেছে।
সংশোধিত কাঠামোর ভিত্তিতে ১২ রবিউল আউয়াল ছুটির বিষয়টি অনুমোদন দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
এমএমএস/পিআর
Advertisement