ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ লঙ্ঘন করায় ২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। আজ সোমবার ঢাকা মহানগরীর টিকাটুলি ও ধোলাইখাল এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা দেয়া হয়েছে।
Advertisement
অভিযুক্ত ২ টি প্রতিষ্ঠানের মধ্যে টিকাটুলি এলাকার মেসার্স প্যারাডাইস সাইন্টিফিক কোং বিএসটিআই হতে সরবরাহকারী সনদ গ্রহন না করে ওজনযন্ত্র বিক্রয় ও বিতরণ করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
এছাড়া ধোলাইখাল এলাকার মেসার্স চাঁন আয়রন স্টোর বিএসটিআই’র ভেরিফিকেশন সনদ গ্রহণ ব্যতীত প্লাটফর্ম স্কেল ব্যবহার করায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন লঙ্ঘিত হওয়ায় তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।
বিএসটিআই’র এ অভিযানে সংস্থাটির সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম এর নেতৃত্বে সহকারী পরিচালক মোঃ মোন্নাফ হোসেন, পরিদর্শক মোঃ লিয়াকত হোসেন ও মোঃ রাকিবুল আলম অংশগ্রহণ করেন।
Advertisement
এমইউএইচ/এমএস