জাতীয়

টাঙ্গাইলে তিনজন নিহতের ঘটনায় তদন্ত কমিটি

টাঙ্গাইলে শুক্রবার পুলিশের গুলিবর্ষণ এবং এতে তিনজন নিহত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ পুলিশ। শনিবার বাংলাদেশ পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার কারণ অনুসন্ধান ও দায়-দায়িত্ব নিরূপনের জন্য তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে অতিরিক্ত ডিআইজি (ডিসিপ্লিন) মো. আলমগীর আলমকে সভাপতি, ঢাকা রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. আক্তারুজ্জামান এবং টাঙ্গাইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আসলাম খানকে সদস্য নিয়োগ দেয়া হয়েছে।আগামী সাতদিনের মধ্যে কমিটিকে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।এর আগে শুক্রবার বিকেলে টাঙ্গাইলের কালিহাতীতে মা ও ছেলেকে নির্যাতনের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ মিছিলে গুলি চালিয়েছে পুলিশ। এতে তিনজন নিহত হন।এআর/একে/পিআর

Advertisement