বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অফিস, আদালত কিংবা ঘরে বসেই দেখা যাবে জাতীয় আয়কর মেলা। একই সঙ্গে দেখা যাবে মেলায় অনুষ্ঠিত যে কোনো অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার। আর এসব সুবিধা প্রদান করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ জন্য ভিজিট করতে হবে এনবিআরের নিজস্ব ওয়েবসাইট (www.nbr.gov.bd অথবা www.webtvnext.com) ঠিকানায়।আয়কর মেলার গুরুত্ব ও কর প্রদানে দেশবাসীকে উৎসাহিত করতে এই সম্প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে মেলা কর্তৃপক্ষ। এই সম্প্রচার চলবে মেলা চলাকালীন পর্যন্ত।আয়কর মেলা সরাসরি সম্প্রচারের দায়িত্বে থাকা ওয়েবটিভিনেক্সট.কম’র সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ ইউসুফ সরকার রাজা জাগো নিউজকে বলেন, ২০১০ সাল থেকে মেলা অনলাইনে দেখানো হচ্ছে। অফিসার্স ক্লাবের টেনিস মাঠে মেলার তাবুতে দুইটি ও অফিসার্স ক্লাবের নিচতলায় একটিসহ মোট তিনটি বড় ক্যামেরায় ধারণ করে সব সেবাগ্রহণ দেখানো হচ্ছে। এমনকি মেলায় অনুষ্ঠিত কোনো অনুষ্ঠানও সরাসরি সম্প্রচারের ব্যবস্থা রাখা হয়েছে। সরাসরি করদাতাদের আগ্রহ তৈরি করতেই এ উদ্যোগ রাখা হয়েছে।এসআই/একে
Advertisement