দেশজুড়ে

চট্টগ্রামে পুলিশ কমিশনারকে ভোক্তা অধিকারের স্মারকলিপি

বাড়িভাড়া চুক্তি বাস্তবায়নের দাবিতে পুলিশ কমিশনারকে স্মারকলিপি দিয়েছেন ভোক্তা অধিকার। শনিবার ভোক্তা অধিকার পত্রিকার সম্পাদক নকশাবিদ কে জি এম সবুজের নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধিদল এ স্মারকলিপি হস্তান্তর করেন।স্মারক লিপিতে বলা হয়, নগরে বাড়িভাড়া চুক্তি না থাকায় সরকার হারাচ্ছে রাজস্ব এবং জনগণ হচ্ছে নিঃস্ব। পক্ষান্তরে প্রতিনিয়তই নগরের জননিরাপত্তা হুমকির মুখে পড়ছে। এ বিষয়ে সরকারের কোনো সংস্থার প্রত্যক্ষ নজরদারী না থাকায় বর্তমানে এটি ভয়াবহ রূপ নিয়েছে।নগরীর বাড়ির মালিকরা কোনো প্রকারের সামাজিক দায়বদ্ধতা বিবেচনা না করে শুধুমাত্র বাড়তি ভাড়া পাওয়ার ভিত্তিতে বাড়িভাড়া দিচ্ছেন। এ অন্যায্য ভাড়ায় পরিচালিত ভাড়াবাসাগুলো ব্যবহৃত হচ্ছে কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র-ছাত্রী ও ধনাট্য ব্যক্তিদের দেহ ব্যবসা কেন্দ্র, মাদক দ্রব্য বিক্রয়, জালটাকা তৈরি, ভেজাল পণ্য মোড়কীকরণ, জাল-জালিয়াতি, চোরাচালান ও জঙ্গিগোষ্ঠীর আস্তানা হিসেবে।এসময় পুলিশ কমিশনার এই উদ্যোগ সফল না করতে পারার দায় স্বীকার করেন। ভোক্তা অধিকারের সম্পাদক বলেন, আমরা ইতোমধ্যে এ বিষয়ে স্মারকলিপি আকারে চট্টগ্রাম জেলা প্রশাসক ও সিটি মেয়রকে জানিয়েছি।ভোক্তা অধিকার এ ব্যাপারে নগরের ১৬টি থানা ও ৪১টি ওয়ার্ড কমিটি ও স্বেচ্ছাসেবী সদস্যদের মাধ্যমে পুলিশ প্রশাসনকে সহায়তা প্রদানে আগ্রহ প্রকাশ করেন। সভায় পুলিশ কমিশনার ভোক্তা অধিকার প্রতিনিধিদের বিষয়টি নিয়ে আগামীতে গুরুত্ব সহকারে কাজ করার আশ্বাস প্রদান করেন।স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, ভোক্তা অধিকার পত্রিকার উপদেষ্টা আমিনুল হক বাবু, লায়ন শ্যামল কান্তি নাথ, নির্বাহী সম্পাদক-লায়ন মাওলানা মো. ইউসুফ, সহ-সম্পাদক মো. ইসমাইল হোসেন, ডবলমুরিং থানার উপদেষ্টা মো. আব্দুল মজিদ চৌধুরী, বায়জিদ থানার মো. সেলিম হোসেন চৌধুরী, খুলশি থানা কমিটির সভাপতি মো. সাহাব উদ্দীন বাবু, ১৯ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি, নুর মোহম্মদ পুতু, সদস্য সচিব আহমদ সবুর, ৩৯ নম্বর ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক সোহাগ খান প্রমুখ।জীবন মুছা/একে

Advertisement