জাতীয়

বদলি-পদায়নে খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের জাল সুপারিশ

খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা বদলি ও পদায়নের জন্য বিশিষ্ট ব্যক্তিদের জাল স্বাক্ষরযুক্ত সুপারিশ উপস্থাপন করছেন বলে অভিযোগ তুলেছে খোদ তাদের নিয়ন্ত্রণকারী অধিদফতর।

Advertisement

জাল সুপারিশ দেয়াসহ কর্মকর্তা-কর্মচারীদের চাকরির শৃঙ্খলাবহির্ভূত বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে সম্প্রতি একটি অফিস আদেশ জারি করেছে খাদ্য অধিদফতর।

অধিদফতরের মহাপরিচালক মোছাম্মৎ নাজমানারা খানুম স্বাক্ষরিত আদেশে বলা হয়, খাদ্য অধিদফতরের আওতাধীন কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের চাকরির শৃঙ্খলাবহির্ভূত আচরণ বা কর্মকাণ্ড যথাযথ কর্তৃপক্ষের গোচরীভূত হয়েছে। তারা বিনা অনুমতিতে কর্মস্থল ত্যাগ করে খাদ্যভবনে তদবিরের জন্য ঘুরাঘুরি এবং অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের মূল্যবান সময় অপচয় ঘটানোসহ দাফতরিক কর্মপরিবেশ বিনষ্ট করছেন।

কর্মকর্তা-কর্মচারীরা দাফতরিক নথিপত্রের গোপনীয়তা ভঙ্গ ও তথ্য পাচার করছেন জানিয়ে অফিস আদেশে বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের মাধ্যম ছাড়া শৃংখলা পরিপন্থীভাবে সরাসরি মন্ত্রী/সচিব/মহাপরিচালক/পরিচালক বরাবরে বিভিন্ন ধরনের আবেদন ও চিঠিপত্র পাঠানোর কাজও তারা করছেন।

Advertisement

অফিস আদেশে আরও বলা হয়েছে, সরকারি কর্মচারীর আচরণ বিধিমালা ভঙ্গ করে বিভিন্ন সুবিধা আদায়ের জন্য বিশিষ্ট ব্যক্তিদের মাধ্যমে তদবির ও চা প্রয়োগ করছেন। বদলি, পদায়ন ইত্যাদি সুবিধা আদায়ের জন্য বিশিষ্ট ব্যক্তিদের ভুয়া/জাল স্বাক্ষরযুক্ত সুপারিশপত্র/ডিও পত্র অধিদফতরে পাঠাচ্ছেন খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

চাকরির নিয়ম ও শৃঙ্খলাবহির্ভূত এমন কর্মকাণ্ড থেকে খাদ্য অধিদফতরের আওতাধীন সকল কর্মকর্তা-কর্মচারীদের বিরত থাকার নির্দেশ দিয়েছে আদেশে বলা হয়েছে, অন্যথায় বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরএমএম/এসএইচএস/এমকেএইচ

Advertisement