সময়ের সাথে মানুষের চাহিদার পরিবর্তন হচ্ছে। ব্যাংকিং সেক্টরেও পরিবর্তনের এই ধারা প্রবাহমান। প্রতিনিয়ত গ্রাহকদের নতুন নতুন চাহিদার সাথে তাল মেলাতে পরিবর্তন করতে হচ্ছে সেবার ধরন। সেই ধারার স্রোতেই বদলে গেল ইউসিবি ব্যাংকের লোগো। গেল ১৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ব্যাংকটির লোগো উন্মোচন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা। উপস্থিতিদের মন মাতাতে হাফ ডজনেরও বেশি গান গেয়ে শোনান তিনি। অনুষ্ঠানে আরো ছিলেন বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, স্বনামধন্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার এবং রফিকুন নবী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান জনাব এম এ হাসেম, চেয়ারম্যান (এক্সিকিউটিভ কমিটি) জনাব আনিসুজ্জামান চৌধুরী এবং ম্যানেজিং ডিরেক্টর জনাব মোহাম্মদ আলী। আরো ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সকল পরিচালকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং দেশের সফল ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে ইউসিবির চেয়ারম্যান জনাব এম এ হাসেম তার বক্তব্যে পরিবর্তিত লোগোর গুরুদায়িত্বের কথা ইউসিবি পরিবারের সবার কাঁধে তুলে দেন এবং তার বিশ্বাস গ্রাহকরা উন্নত সেবায় ইউসিবির সাথে থাকবে। জমকালো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন দেশের খ্যাতনামা সাবেক ক্রিকেটার আতাহার আলী খান। সাংস্কৃতিক পরিবেশনায় ফুটে ওঠে কেন এই পরিবর্তন আর কিভাবে এর এগিয়ে চলা। অনুষ্ঠানে দেশীয় শিল্পীদের সাথে বিদেশি শিল্পীরাও পারফর্ম করেন। অনুষ্ঠানে রেজওয়ানা চৌধুরী বন্যা তার ‘দুঃখ জাগানিয়া তোমায় গান শুনাবো’, ‘আমি চিনিগো চিনি তোমারে ওগো বিদেশিনি’ এবং রুনা লায়লা তার ‘ও আমার দেশ ও আমার বাংলাদেশ’, ‘অনেক বৃষ্টি ঝরে তুমি এলে’, ‘বাবুজি’, ‘মাস্কালান্দার’সহ বেশ কিছু জনপ্রিয় গান পরিবেশন করেন।এলএ/পিআর
Advertisement