মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আকম মোজাম্মেল হক বলেছেন, পবিত্র ঈদুল আযহার পর গাজীপুরের শিববাড়ি থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত সাতটি ফ্লাইওভার, আন্ডারপাসসহ আধুনিক মানের রাস্তা নির্মাণ কাজ শুরু হবে। তিনি শনিবার দুপুরে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় হাজী সুনামদ্দিন ওয়াকফ্ অ্যাস্টেট সুপার মার্কেটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।এ সরকারের মেয়াদকালের মধ্যেই এ নির্মাণ কাজ শেষ হবে। এটি হবে পৃথিবীর উন্নত প্রযুক্তি দিয়ে তৈরি আধুনিক মানের রাস্তা। এতে গাজীপুর ও ঢাকাসহ দেশের সাধারণ মানুষ যানজটমুক্তভাবে চলাচল করতে পারবেন। জাইকার অর্থায়নে এ প্রকল্পে ব্যয় হবে প্রায় ২ হাজার ৪০ কোটি টাকা। হাজী সুনামদ্দিন ওয়াকফ্ অ্যাস্টেট মোতাওয়াল্লী হাজী আব্দুল বারেক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন গাজীপুর জেলা প্রশাসক এস এম আলম, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্যাহ খান, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, গাজীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এম এ বারী,অ্যাস্টেট কমিটির সদস্য মোজাম্মেল হক সরকার, সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া প্রমুখ। মো. আমিনুল ইসলাম/এমজেড/পিআর
Advertisement