জাতীয়

শিক্ষক আন্দোলন: সিদ্ধান্ত না হলেও সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর

পাবলিক বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে অনুষ্ঠিত  বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হলেও সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।শনিবার বেলা ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত  রুদ্ধদ্বার এ বৈঠক অনুষ্ঠিত হয় মিন্টো রোড়ে শিক্ষামন্ত্রীর সরকারি বাসভবনে।বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ ও মহাসচিব এ এস এম মাকসুদ কামাল। এ বৈঠক চলে।বৈঠক শেষে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, শিক্ষকেরা আমাদের সমাজের বিবেক। শিক্ষকদেরদের দাবি নিয়ে এমন কোনো সমস্যা হয়নি যে, তার সমাধান করা যাবে না। উচ্চ পর্যায়ের কমিটি হয়েছে। আশা করি আমরা একটা সমাধানে আসতে পারব।তিনি আরো বলেন, শিক্ষকদের সঙ্গে তাদের দাবি নিয়ে খোলামেলা কথা হয়েছে। প্রধানমন্ত্রী শিক্ষকদের বিষয়গুলোর ব্যাপারে সব সময় আগ্রহ দেখান। ঈদের আগেই শিক্ষকদের সমস্যা সমাধান আশা করছি। শিক্ষকদের দাবি নিয়ে উচ্চ পর্যায়ের কমিটি হয়েছে। সেখানেই বিষয়গুলোর নিষ্পত্তি হবে আশা করি।অন্যদিকে শিক্ষামন্ত্রীর আশ্বাসের পরও কর্মবিরতি থেকে সরে আসতে রাজি হননি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতারা। তারা বলেন, শিক্ষকদের মর্যাদাহানি করা হলে তা হবে পুরো জাতির জন্য দুঃখজনক। শিক্ষকদের আন্দোলন চলবে।শিক্ষক নেতা ফরিদ উদ্দিন সাংবাদিকদের বলেন, তাদের প্রথম ও প্রধান দাবি স্বতন্ত্র বেতন কাঠামো। এ দাবিতে আন্দোলন ও আলোচনা এক সঙ্গে চলবে।উল্লেখ্য, অষ্টম বেতন স্কেলে শিক্ষকদের পদমর্যাদা অবনমনের প্রতিবাদে এবং পৃথক বেতন কাঠামোর দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকেরা কর্মবিরতিসহ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। কর্মসূচি চলাকালে শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষক নেতাদের এটি প্রথম বৈঠক।এএইচ/আরআইপি

Advertisement