শনিবার দুপুরে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে এবং পুনরায় ভর্তি পরীক্ষার দাবিতে ময়মনসিংহে মানববন্ধন করেছে মেডিকেল ভর্তিচ্ছু দুই শতাধিক শিক্ষার্থী। ময়মনসিংহ শহরের ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে এ মানববন্ধন কর্মসূচিতে ভর্তিচ্ছু শিক্ষর্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন নোমান, হৃদয়, হাবিব, জাহিদ। তারা বলেন, তাদের সবার জীবনের স্বপ্ন ছিল মেডিকেলে পড়াশুনা করে ভবিষ্যতে বড় ডাক্তার হবে এবং যারা মেডিকেলে ভর্তিচ্ছুক সবাই নিশ্চয় মেধাবি শিক্ষার্থী। ভর্তি পরীক্ষায় সত্যিকারের মেধা যাচাইয়ের মধ্য দিয়ে যদি তারা ভর্তি হতে না পারেন তাহলে তাদের কোনো অভিযোগ নাই। কিন্তু যেভাবে প্রশ্নপত্র ফাঁস করে মেধাহীন শিক্ষার্থীরা মেডিকেলে পড়াশোনা করে ডাক্তার হবেন তাদের কাছে দেশ এবং সাধারণ মানুষ কি আশা করতে পারে। তাদের দাবি অবিলম্বে এই ভর্তি পরীক্ষা বাতিল করে পুনরায় স্বচ্ছ পরীক্ষার মাধ্যমে মেধা যাচাইয়ের ভিত্তিতে মেডিকেল কলেজে ভর্তি করা হোক এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সরকারের কাছে তারা জোর দাবি জানান।আতাউল করিম খোকন/এমজেড/আরআইপি
Advertisement