ভারতের ঐতিহ্যবাহী সুব্রত কাপের শিরোপা ধরে রাখার শেষ মঞ্চে উঠে গেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। আজ (রোববার) বিকেলে দিল্লির আম্বেদকার স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে বিকেএসপি সাডেন ডেথে ৫-৪ গোলে হারিয়েছে ইন্ডিয়া আর্মি স্কুলকে। নির্ধারিত সময়ের খেলা ছিল ১-১।
Advertisement
প্রথমার্ধে সাকিবের গোলে এগিয়েছিল বিকেএসপি; কিন্তু দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করে ম্যাচে ফেরে স্বাগতিকরা। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে কোনো দলই গোল করতে না পারায় সেমিফাইনালের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। সেখানে ৪-৪ গোলে সমতা। তারপর সাডেন ডেথে জিতে ফাইনালে উঠে যায় গতবারের চ্যাম্পিয়নরা।
টাইব্রেকারে জনি, হৃদয়, মোরসালিন ও রুমন গোল করলেও মিস করেন রাজিব। টাইব্রেকারে ৪-৪ গোলে সমতা থাকলে সাডেন ডেথে গোল করেন বিকেএসপির রাকিব। ইন্ডিয়া আর্মি স্কুলের খেলোয়াড়ের শট চলে যায় বাইরে।
ঝাড়খন্ড ও মেঘালয়ের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দলের সঙ্গে মঙ্গলবার ফাইনাল খেলবে বিকেএসপির ফুটবলাররা।
Advertisement
আরআই/আইএইচএস/জেআইএম