খেলাধুলা

ইন্ডিয়া আর্মি স্কুলকে হারিয়ে ফাইনালে বিকেএসপি

ভারতের ঐতিহ্যবাহী সুব্রত কাপের শিরোপা ধরে রাখার শেষ মঞ্চে উঠে গেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। আজ (রোববার) বিকেলে দিল্লির আম্বেদকার স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে বিকেএসপি সাডেন ডেথে ৫-৪ গোলে হারিয়েছে ইন্ডিয়া আর্মি স্কুলকে। নির্ধারিত সময়ের খেলা ছিল ১-১।

Advertisement

প্রথমার্ধে সাকিবের গোলে এগিয়েছিল বিকেএসপি; কিন্তু দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করে ম্যাচে ফেরে স্বাগতিকরা। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে কোনো দলই গোল করতে না পারায় সেমিফাইনালের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। সেখানে ৪-৪ গোলে সমতা। তারপর সাডেন ডেথে জিতে ফাইনালে উঠে যায় গতবারের চ্যাম্পিয়নরা।

টাইব্রেকারে জনি, হৃদয়, মোরসালিন ও রুমন গোল করলেও মিস করেন রাজিব। টাইব্রেকারে ৪-৪ গোলে সমতা থাকলে সাডেন ডেথে গোল করেন বিকেএসপির রাকিব। ইন্ডিয়া আর্মি স্কুলের খেলোয়াড়ের শট চলে যায় বাইরে।

ঝাড়খন্ড ও মেঘালয়ের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দলের সঙ্গে মঙ্গলবার ফাইনাল খেলবে বিকেএসপির ফুটবলাররা।

Advertisement

আরআই/আইএইচএস/জেআইএম