বাংলাদেশ প্রিমিয়ার লিগে আবাহনীকে দ্বিতীয়বার হ্যাটিট্রিক চ্যাম্পিয়ন হতে দেয়নি বসুন্ধরা কিংস। প্রিমিয়ার লিগে অভিষেক আসরেই তারা চ্যাম্পিয়ন হয়েছে আবাহনীকে টেক্কা দিয়ে। বড়দের সেই হতাশার ঘায়ে স্বস্তির প্রলেপ দেয়ার সুযোগ আবাহনীর জুনিয়রদের।
Advertisement
শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া প্রিমিয়ার লিগের ক্লাবগুলোকে নিয়ে বাফুফের অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্টের দ্বিতীয় দিনেই মুখোমুখি হয়েছিল আবাহনী ও বসুন্ধরা কিংস। কিন্তু ম্যাচে কেউ জিততে পারেনি।
দিনের দ্বিতীয় এ ম্যাচটি হয়েছে গোলশূন্য ড্র। ১২ দল খেলছে চার গ্রুপে ভাগ হয়ে। ড্র করায় দুই দলই বাঁচিয়ে রাখল কোয়ার্টার ফাইনালের সম্ভাবনা। গ্রুপের অন্য দল মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড।
আবাহনী-বসুন্ধরা কিংসের ম্যাচে গোল না হলেও দিনের প্রথম ম্যাচে তা পুষিয়ে নিয়েছে দর্শকরা। শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৫-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে। জামালের জোড়া গোল করেছেন বাধন। একটি করে গোল রাব্বি, মিলন ও জিহানের।
Advertisement
শুক্রবার প্রথম দিনের দুই ম্যাচের মধ্যে বড় ব্যবধানে জিতেছে চট্টগ্রাম আবাহনী। তারা ৫-০ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে। টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিক করেছেন চট্টগ্রাম আবাহনীর জামাল। বাকি দুই গোল করেছেন ইব্রাহিম ও নাসের।
আরআই/এসএএস/জেআইএম