শিক্ষা মন্ত্রণালয়ের উপ-পরিদর্শক সেজে মনিরুল ইসলাম নামের এক ভুয়া পরিদর্শক ভয়ভীতি দেখিয়ে শিক্ষকদের কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নেয়ার সময় ধরা পড়েছে।
Advertisement
আটক মনিরুল ইসলাম কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের অঞ্জনগাছী গ্রামের হজতুল্লাহ’র ছেলে। তিনি মিরপুর উপজেলার কাকিলাদহ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
শৈলকুপার রাহাতুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ করিম জানান, শনিবার দুপুরে ওই ব্যক্তি নিজেকে শিক্ষা মন্ত্রণালয়ের উপ-পরিদর্শক পরিচয় দিলে শিক্ষকদের সন্দেহ হয়। তখন তারা কাগজপত্র দেখতে চাইলে জাল-জালিয়াতির কাগজ দেখালে শিক্ষকরা তাকে চ্যালেঞ্জ করে। এসময় তিনি একটি প্রাইভেটকারে পালানোর চেষ্টা করলে শিক্ষকদের সহায়তায় জনতা তাকে ধরে ফেলে এবং পুলিশে সোপর্দ করে।
থানা পুলিশের ডিউটি অফিসার মোস্তাক আহমেদ জানান, তিনি যে কাগজপত্র দেখিয়েছে সেগুলোর সঙ্গে বোর্ড কর্মকর্তা বা অফিসের কাগজের কোনো মিল নেই, সহি-স্বাক্ষরও জাল। এ ব্যাপারে থানায় মামলা দায়ের হবে বলে পুলিশ জানিয়েছে।
Advertisement
আব্দুল্লাহ আল মাসুদ/এমএএস/এমকেএইচ