আন্তর্জাতিক

আফগান সীমান্তে গোলাগুলি, চার পাক সেনা নিহত

আফগানিস্তান সীমান্তে পৃথক দুটি গোলাগুলির ঘটনায় চার পাকিস্তানি সেনা নিহত এবং অপর এক সেনা আহত হয়েছে। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) দুটি গোলাগুলির ঘটনায় এ হতাহতের খবর দিয়েছে।

Advertisement

ডনের অনলাইন প্রতিবেদন অনুযায়ী শনিবার আইএসপিআর জানিয়েছে, আফগানিস্তান সীমান্ত লাগোয়া আদিবাসী সংখ্যাগরিষ্ঠ জেলা উত্তর ওয়াজিরিস্তানে ঘটনাটি ঘটেছে। শুক্রবার শেষ রাতে আব্বা খেল নামক এলাকায় নিরাপত্তা বাহিনীর টহল দল লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

আইএসপিআর জানিয়েছে, গোলাগুলির ঘটনায় বালতিস্তান জেলার বাসিন্দা ২৩ বছর বয়সী সিপাহী আখতার হুসাইন নিহত হয়। গোলাগুলির ঘটনায় দুই হামলাকারীও নিহত হয়েছে বলে জানিয়েছে সামরিক বাহিনী গণমাধ্যম শাখা।

খাইবার পাখতুনখাওয়া প্রদেশের দির জেলায় অপর গোলাগুলির ঘটনা ঘটে। পাক-আফগান সীমান্তে বেড়া নির্মাণে ব্যস্ত সেনাদের লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। আইএসপিআর বলছে, সেই গোলাগুলির ঘটনায় তিন সেনা নিহত ও অপর এক সেনা আহত হয়েছে।

Advertisement

এদিকে কাশ্মীর নিয়ে চলমান উত্তেজনায় গত দুই দিনে সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর গুলিতে পাকিস্তানের দুই সেনা নিহত হয়েছেন। শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক বিবৃতির বরাতে দেশটির দৈনিক ডন এক অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানায়।

এসএ/জেআইএম