ভারতে প্যাটেল সম্প্রদায়ের কোটার দাবিতে গড়ে উঠা আন্দোলনের নেতা হার্দিক প্যাটেলকে আটক করেছে দেশটির পুলিশ। শনিবার পুলিশের বিনা অনুমতিতে সুরাটে বিক্ষোভ মিছিলের চেষ্টা করলে প্যাটেলসহ অন্তত ৫০ বিক্ষোভকারীকে আটক করা হয়। খবর এনডিটিভির।এর আগে বিক্ষোভের অনুমতি চাইলে শুক্রবার স্থানীয় প্রশাসন তা প্রত্যাখ্যান করে। এরপর প্যাটেল `একতা যাত্রা` নামের ওই বিক্ষোভ যেকোনো মূল্যে করার ঘোষণা দেন। শনিবার সুরাটের মাঙ্গের চক এলাকায় জড়ো হয় প্যাটেল আন্দোলনের নেতা-কর্মীরা। পরে মিছিলের চেষ্টা করলে পুলিশ হার্দিক প্যাটেলসহ অন্তত ৫০ বিক্ষোভকারীকে আটক করে।আটকের আগে হার্দিক পাটেল বলেন, গুজরাট সরকার রাজ্যে অশান্তি তৈরির চেষ্টা করছে। গুজরাট সরকার আমাদের গণতান্ত্রিক অধিকার খর্ব করছে। তিনি বলেন, রাজ্যে অশান্তির পরিবেশ তৈরি হলে এর দায় প্রশাসনকে নিতে হবে।প্যাটেল সম্প্রদায়ের বিক্ষোভকারীদের দাবি, ভারতের সামাজিক কাঠামোতে কোটা প্রথা বিভিন্ন ক্ষেত্রে অন্যদের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে। কলেজে ভর্তি, ছোট ও মাঝারি মানের শিল্প প্রতিষ্ঠানসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে কাজ করতে গেলে এই প্রথার কারণে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়।দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজ রাজ্য গুজরাটে মোট জনসংখ্যার ২০ শতাংশ প্যাটেল সম্প্রদায়ের। এই সম্প্রদায়ের লোকজন হীরক প্রক্রিয়াজাত করার শিল্পের সঙ্গে যুক্ত। অনেকে হীরকের ব্যবসা বা কৃষিকাজে যুক্ত। অর্থনৈতিকভাবে তারা যথেষ্ট প্রভাবশালী। বিক্ষোভকারীদের দাবি, নিম্ন বর্ণের জন্য কোটার বিধান রাখায় প্যাটেল সম্প্রদায়ের লোকজনকে অসুবিধায় পড়তে হয়। শিক্ষা ও চাকরিসহ বিভিন্ন ক্ষেত্রে এই অসুবিধার মুখোমুখি না হওয়ার জন্যই তারা কোটার দাবি জানাচ্ছে।এসআইএস/এমএস
Advertisement