জাতীয়

কেনিয়ায় কমনওয়েলথ মহিলা বিষয়ক মন্ত্রীদের সম্মেলনে যাচ্ছেন ইন্দিরা

চার দিনব্যাপী ১২তম কমনওয়েলথ মহিলা বিষয়ক মন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে কেনিয়া সফরে যাচ্ছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। প্রতিমন্ত্রী রোববার কেনিয়ার রাজধানী নাইরোবির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

Advertisement

শনিবার (১৪ সেপ্টেম্বর) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বলা হয়, কেনিয়ার রাজধানী নাইরোবীতে ১৭ থেকে ২০ সেপ্টেম্বর চার দিনব্যাপী ১২তম কমনওয়েলথ মহিলা বিষয়ক মন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনে বাংলাদেশসহ কমনওয়েলথভুক্ত ৫৩টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা যোগ দেবেন।

প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা ৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। প্রতিনিধি দলের অন্যতম সদস্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার।

Advertisement

প্রতিমন্ত্রী সম্মেলনে বাংলাদেশে নারী উন্নয়ন, নারীর রাজনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন, কর্মসংস্থানসহ নারী উন্নয়ন বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশের সাফল্য ও অবস্থান তুলে ধরবেন।

সচিব কামরুন নাহার সম্মেলনে সিনিয়র অফিসিয়ালদের একটি সেশনে নারী উন্নয়ন বিষয়ে সরকারের বিভিন্ন কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য দেবেন বলে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রলালয় থেকে জানানো হয়েছে।

আরএমএম/আরএস/এমএস

Advertisement