জাপানে ব্যাপক প্রতিবাদ ও বিরোধিতা সত্ত্বেও দেশটির পার্লামেন্টে শুক্রবার একটি বিতর্কিত নিরাপত্তা বিল পাস করা হয়েছে। এটি পাসের ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম বাইরের দেশগুলোতে যুদ্ধক্ষেত্রে সেনা মোতায়েন করতে পারবে জাপান। বিরোধী দলীয় রাজনীতিকদের ব্যাপক বিরোধিতার মধ্যে শুক্রবার জাপানের পার্লামেন্টের উচ্চকক্ষে বিলটি পাস হয়। এর আগেও বিরোধীদলীয় নেতারা বিলটি ঠেকাতে ব্যাপক প্রতিবাদ করে। এই বিলটি পাসের পর এখন আইনে পরিণত হবে। নতুন এ আইন পাসের ফলে ৭০ বছরের মধ্যে এই প্রথম জাপানি সেনারা দেশের বাইরে গিয়ে যুদ্ধে অংশ নিতে পারবে। এর আগে জাপানি সেনারা শুধু নিজ দেশের নিরাপত্তায় নিয়োজিত ছিল। তবে নতুন এ আইনের ফলে জাপানের শান্তিকামী রাষ্ট্রের তকমা আর থাকবে না বলে মন্তব্য করছেন সমালোচকরা।দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষের প্রেসিডেন্ট মাসাকি ইয়ামাজাকি জানিয়েছেন, আইনটির পক্ষে ১৪৮ ভোট পড়েছে। একইসঙ্গে এর বিপক্ষে ভোট পড়েছে ৯০টি।প্রধানমন্ত্রী শিনজো আবের নেতৃত্বাধীন জোট সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে পার্লামেন্টের উচ্চকক্ষে। এ কারণে ব্যাপক বিরোধিতা সত্ত্বেও আইনটি চূড়ান্তভাবে পাস হয়েছে। সূত্র : বিবিসি ও আল জাজিরা।এসআইএস/এমএস
Advertisement