এভাবে জীবনের ঝুঁকি নিয়ে ছবি তোলার লক্ষ্যটা কী? শুধুই কি নজর কাড়তে? নাকি দুঃসাহসিকতার পরিচয় দেয়া? পাহাড়ের চূড়ায় দম্পতির ঝুলন্ত ছবিটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকেই এভাবে ছবি তোলার নিন্দা জানাচ্ছেন।
Advertisement
ছবিতে দেখা যাচ্ছে, এক নারীর পায়ের নিচে মাটি নেই, তিনি শূন্যে ভেসে। একজন পুরুষ শুধু নারীর একটি হাত ধরে আছেন। নারীটি পুরো ঝুলন্ত অবস্থায়।
তাদের সম্পর্ক স্বামী-স্ত্রীর। মার্কিন এই দম্পতি- কেলি কাস্টলি, আর কোডি ওয়র্কম্যান।
পাহাড়ে তোলা ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়ার পর কেউ কেউ বলেছেন, ‘প্রাণের ঝুঁকি নিয়ে এভাবে ছবি তোলা বোকামি ছাড়া আর কিছুই নয়।’
Advertisement
A post shared by KELLY + KODY (@positravelty) on Aug 28, 2019 at 8:33am PDT
যদিও কেলি আর কেডির বক্তব্য, ‘এটি তাদের পক্ষে ততটাও বিপজ্জনক বলে মনে হয়নি। বরং বেশ সহজেই তারা ছবিটি তুলেন। আসলে তারা বিপদ নিয়ে খেলতে ভালোবাসেন।’
গত এপ্রিল মাসেও তারা এরকম একটি ছবি তুলেছিলেন ব্রিজের কিনারায় দাঁড়িয়ে। তখনও তারা নিন্দিত হন।
Advertisement
জেডএ/এমএস