আন্তর্জাতিক

পালমিরায় সিরিয়ার বিমান হামলা : নিহত ২৬

পালমিরায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে সিরিয়ার বিমানবাহিনী। শুক্রবার অন্তত ২৫ বার ওই বিমান হামলা চালানো হয়েছে। এ ঘটনায় ১২ আইস জঙ্গিসহ কমপক্ষে ২৬ জন নিহত হয়েছে। খবর বিবিসরি।যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শুক্রবার পালমিরায় আই্এস জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে অন্তত ২৫ বার বিমান হামলা চালিয়েছে আসাদ সরকার সমর্থিত বিমানবাহিনী। হামলায় ১২ আইএস জঙ্গিসহ ২৬ জন নিহত হয়েছে।সিরিয়ার ঐতিহাসিক পালমিরা ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের একটি শহর। চলতি বছরের মে মাসে শহরটির নিয়ন্ত্রণ নেয় আইএস জঙ্গিরা। এরপর থেকে আইএস শহরটির বেশ কিছু ঐতিহাসিক স্থাপনা ধ্বংস করে। একইসঙ্গে সিরিয়ার বিমানবাহিনী দেশটির ইদলিব শহরেও হামলা চালিয়েছে। এ ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছে।সিরিয়ার সেনাবাহিনীর একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মিত্র দেশ রাশিয়ার সরবরাহ করা অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করছে তারা।এসআইএস/এমএস

Advertisement