দেশের গুণী মানুষের দুর্দিনে সবসময়ই পাশে থাকার চেষ্টা করনে বলে অন্যরকম গ্রহণযোগ্যতা আছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কিছুদিন আগেই ব্যাংককে ফুসফুসের ক্যান্সারে চিকিৎসাধীন গানের মানুষ লাকী আখন্দের চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকা অনুদান দিয়েছিলেন তিনি। এবার স্বাধীনতা পদকজয়ী বিশিষ্ট গীতিকার নয়ীম গহরের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন শেখ হাসিনা। জানা গেছে, বঙ্গবন্ধু কন্যার নির্দেশে তাকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রধানমন্ত্রীর এই উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নয়ীম গহরের পরিবারের সদস্যরা। আনন্দিত শিল্প ও সংস্কৃতি অঙ্গণের মানুষ। নয়ীম গহরের মেয়ে বিশিষ্ট অভিনেত্রী ইলোরা গহর এ বিষয়ে বলেন, ‘বঙ্গবন্ধু কন্যার এমন উদ্যোগে আমরা কৃতজ্ঞ। আমার বাবার অসুস্থতার খবর তিনি গণমাধ্যমে জানতে পেরে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেছেন। আমরা সত্যি অভিভূত।’নয়ীম গহর একাধারে গীতিকার, ঔপন্যাসিক, গায়ক, অভিনেতা ও নাটক রচয়িতা। তিনি বিবিসি বাংলার ভাষ্যকার ও সংবাদ পাঠক ছিলেন। দেশের বাইরে চাকরি নিয়ে গেলেও ফিরে এসেছেন মাটির টানে। যোগ দিয়েছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন যোদ্ধা হিসেবে। গানের বাণীতে মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা যুগিয়েছিলেন মুক্তিযুদ্ধের সময়।এই কৃতী গীতিকার ‘জন্ম আমার ধন্য হলো মাগো’, ‘নোঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো’, ‘পূবের ঐ আকাশে সূর্য উঠেছে’- এমন সব কালজয়ী দেশাত্মবোধক গান রচনা করেছেন। দেশের স্বাধীনতায় প্রকাশ্যে অবদান রাখলেও তিনি মুক্তিযোদ্ধা সার্টিফিকেট গ্রহণ করেননি। তবে ২০১২ সালে তাকে স্বাধীনতা পদক দেওয়া হয়। প্রসঙ্গত, এর আগেও ২০০০ সালে নয়ীম গহরের ওপেন হার্ট সার্জারির সার্বিক দায়িত্ব নিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এলএ/এমএস
Advertisement