দেশজুড়ে

শর্টসার্কিটের আগুনে ৮ দোকান পুড়ে ছাই

মাদারীপুরের কালকিনি উপজেলার পাথুরিয়াপাড় বাজারে আগুনে আটটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।

Advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোর ৫টার দিকে একটি দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে আশপাশের আটটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও এলাকাবাসী প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ইমরান বলেন, আগুনে একটি টিভি-ফ্রিজের শোরুম, কয়েকটি মুদি দোকান, একটি টেলিকমের দোকান, দুটি ফলের দোকানসহ মোট আটটি দোকান পুড়ে ছাই গেছে।

মাদারীপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো সিরাজুল ইসলাম বলেন, ভোর ৫টার দিকে মুসল্লিরা নামাজ পড়তে এসে দেখেন বাজারে আগুন লেগেছে। তখন তারা ফোনে বিষয়টি জানালে আমরা দ্রুত পদক্ষেপ নেয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে আটটি দোকান পুড়ে গেছে।

Advertisement

এ কে এম নসিরুল হক/আরএআর/এমএস