ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আসন্ন ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্যকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে ‘এডুবট’ (EduBot) নামে একটি অনলাইন ম্যাসেঞ্জারের উদ্বোধন করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। ঢাবির কয়েকজন শিক্ষার্থী এটি তৈরি করেছেন।
Advertisement
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সভাকক্ষে এই ম্যাসেঞ্জার বটের উদ্বোধন করেন ডাকসুর ভিপি নুরুল হক নুর।
শিক্ষার্থীদের কাছে ভর্তি পরীক্ষার সময়সূচি, আসনবণ্টন, ফলাফল, ভর্তি প্রক্রিয়া, বিষয় পরিচিতি, জরুরি সহায়তা, কেন্দ্রীয় ভর্তি অফিসের সঙ্গে যোগাযোগ এবং ভর্তি-সংক্রান্ত যেকোনো ধরনের প্রশ্নের তাৎক্ষণিক উত্তর প্রদান করবে ‘এডুবট’।
‘এডুবট’ কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ম্যাসেঞ্জারের একটি চ্যাট ভার্সন। ভর্তি কার্যক্রম-সংক্রান্ত যেকোনো প্রশ্নের তাৎক্ষণিক উত্তর প্রদান করবে এটি।
Advertisement
বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সার্বিক তত্ত্বাবধানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আকরাম হুসাইনের মূল উদ্যোগে এ অনলাইন ম্যাসেঞ্জারটি তৈরি করা হয়েছে। তার সহযোগী হিসেবে আছেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী শেখ এমেলী জামাল, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইস্রাফিল হোসাইন এবং মনোবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ হিল বাকী।
আল সাদী ভূঁইয়া/এসআর/পিআর