দেশজুড়ে

কুমিল্লায় যুবক হত্যার ঘটনায় আরো একজন গ্রেফতার

কুমিল্লার মুরাদনগরে ডাকাত সন্দেহে শামসুদ্দিন মনির নামের এক যুবককে হাত-পায়ের রগ কেটে ও নির্যাতন চালিয়ে হত্যার ঘটনায় এজহারভুক্ত ও স্থানীয় সাংবাদিক শরীফুল ইসলাম ডালিমকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শুক্রবার গভীর রাতে মুরাদনগর উপজেলার কাজিয়াতল গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির এসআই শাহ কামাল আকন্দ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত ডালিম ওই গ্রামের আ. মতিনের ছেলে এবং দৈনিক ভোরের কাগজের মুরাদনগর প্রতিনিধি।জানা যায়, গত ১৪ জুলাই ভোরে মুরানগরের কাজিয়াতল গ্রামের ময়নাল হোসেনের বাড়িতে পাওনা টাকা চাইতে গেলে একই গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে প্রবাস ফেরত শামসুদ্দিন মনিরকে আটক করার পর মসজিদের মাইকে ডাকাত ঘোষণা দিয়ে নির্মমভাবে পিটিয়ে ও হাত-পায়ের রগ কেটে হত্যা করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহ কামাল আকন্দ জাগো নিউজকে জানান, এ মামলায় এজাহারভুক্ত আসামি ছিল শরীফুল ইসলাম ডালিম। এর আগে ঘটনার দিন স্থানীয় মসজিদের ঈমাম আবুল হাছান এবং গত ২৫ জুলাই গ্রেফতারকৃত গৃহকর্ত্রী নাছিমা আক্তার ঘটনার সঙ্গে জড়িতদের নাম প্রকাশ করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছিল। তাদের জবানবন্দির ভিত্তিতে গত ২ আগস্ট রাতে গ্রেফতার করা হয় একই গ্রামের আবদুর রশিদকে। এ নিয়ে চাঞ্চল্যকর এ মামলায় ৪ জনকে গ্রেফতার করা হলো।কামাল উদ্দিন/এসএস/এমএস

Advertisement