বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ষষ্ঠ কাউন্সিল উপলক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠানের জন্য সংগঠনটি সাবেক ছয় ছাত্রনেতাকে দায়িত্ব দিয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক খায়রুল কবির খোকন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
Advertisement
তিনি জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ষষ্ঠ কাউন্সিল শনিবার (১৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। কাউন্সিল স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ছয় ছাত্রনেতা দায়িত্ব পালন করবেন।
তারা হলেন- রিটার্নিং অফিসার ফজলুল হক মিলন, সহকারী রিটার্নিং অফিসার শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আজিজুল বারী হেলাল, পোলিং অফিসার এবিএম মোশাররফ হোসেন, শফিউল বারী বাবু এবং সুলতান সালাউদ্দিন টুকু।
শনিবার সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে দুপুর ২টা পর্যন্ত এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে ভোটগ্রহণ কোথায় হবে সে বিষয়ে এখনও কোনো তথ্য জানায়নি বিএনপি।
Advertisement
বিষয়টি নিয়ে জানতে চাইলে খায়রুল কবির খোকন বলেন, আমরা বিষয়টি কৌশলগত কারণে এ মুহূর্তে বলতে চাচ্ছি না, পরবর্তীতে জানানো হবে।
কেএইচ/আরএস/এমকেএইচ