শেষ পর্যন্ত কি অবসরের ঘোষণাটা দিয়েই দেবেন মহেন্দ্র সিং ধোনি। আজ (বৃহস্পতিবার) বিরাট কোহলির এক পোস্টের পর এমনই গুঞ্জন শুরু হয়ে গেছে। কেউ কেউ তো এমনও বলতে শুরু করেছেন, আজই সন্ধ্যায় সংবাদ সম্মেলন ডেকে অবসরের ঘোষণা দেবেন ধোনি।
Advertisement
যদিও এ সবই জল্পনা কল্পনা। এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে কোহলির টুইটে কিছু একটার গন্ধ পেয়েছেন ভক্ত-সমর্থকরা। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের বিখ্যাত জয়ের এক ছবিই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন ভারতের বর্তমান অধিনায়ক।
যে ছবিতে কোহলি ক্যাপশন দিয়েছেন, ‘ওই ম্যাচের কথা আমি কখনও ভুলতে পারব না। সেটা ছিল বিশেষ এক রাত। ফিটনেস পরীক্ষার সময় যেভাবে ছুটতে হয়, ওই লোকটা (ধোনি) আমাকে ঠিক সেই ভাবেই ছুটিয়েছিল।’
A game I can never forget. Special night. This man, made me run like in a fitness test @msdhoni pic.twitter.com/pzkr5zn4pG
Advertisement
সে ম্যাচে অস্ট্রেলিয়ার ১৬১ রান তাড়া করতে নেমে ৭.৪ ওভারে ভারত করেছিল ৩ উইকেটে ৪৯। চতুর্থ উইকেটে কোহলি ও যুবরাজ সিং ৪৫ রান যোগ করেন। তবে যুবরাজ যখন ফিরে যান, ৯৪ রানে ৪ উইকেট হারিয়ে তখন বেশ বিপদে ভারত।
এরপরই কোহলিকে নিয়ে দারুণ এক জুটি গড়ে তুলেন ধোনি। দুজনে যোগ করেন ৬৭ রান। এই জুটিতে কোহলিকে খাটিয়ে মেরেছেন ধোনি। যেখানে এক রান হওয়ার কথা সেখানে দৌড়ে দুই রান নিতে থাকেন। কোহলির তখন প্রাণ যায় যায় অবস্থা।
#Dhoni will address a Press Conference at 7PM #DhoniInBillionHearts pic.twitter.com/tuO00P8TIH
— C/o.Controversy (@Controversyy3) September 12, 2019তিন বছর আগের সেই ম্যাচের স্মৃতি হঠাৎ করেই কোহলি সামনে নিয়ে আসায় জল্পনা শুরু হয়েছে, ধোনি বোধ হয় অবসরে যাচ্ছেন। না হলে হঠাৎ কেন অগ্রজকে এমন ঘটা করে শ্রদ্ধা নিবেদন ভারতীয় অধিনায়কের!
Advertisement
এমএমআর/পিআর