রাজনীতি

বিএনপি লাভ-লোকসানের লিমিটেড কোম্পানি : হাছান মাহমুদ

বিএনপিকে লাভ-লোকসানের লিমিটেড কোম্পানি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

Advertisement

আওয়ামী লীগ একটা মিথ্যাচারের কোম্পানি’ -বিএনপির এমন বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি হচ্ছে লিমিটেড কোম্পানি। সেখানকার নেতারা হচ্ছেন ভাড়াটিয়া রাজনৈতিক। বিএনপি রাজনীতিকে ব্রত হিসেবে নেয় না। তারা রাজনীতিকে লস অ্যান্ড প্রফিট হিসেবে দেখে। লিমিটেড কোম্পানির যেমন লস অ্যান্ড প্রফিটের ব্যালান্স সিট থাকে, তাদেরও এমন। কারণ তারা লিমিটেড কোম্পানি।’

তিনি বলেন, ‘এখানে যারা আছে ফুটবল খেলায় যেমন খেলোয়াড়রা ভাড়ায় খাটে, তেমনি বিএনপির বেশির ভাগ নেতা হচ্ছেন ভাড়ায় খাটা রাজনীতিবিদ। তাদের অতীত দেখলে আমরা দেখতে পাই, অনেক নেতাই অন্য দল করতেন। অন্য দল থেকেই এখানে এসেছেন অর্থাৎ ভাড়াখাটা রাজনীতিবিদ। এটা একটা লিমিটেড কোম্পানি।’

হাছান মাহমুদ বলেন, ‘গয়েশ্বর বাবু বলেছেন, মানববন্ধন নয়, দানববন্ধন করতে হবে। এ দানববন্ধন করতে হবে বলে তিনি কোন অশুভ শক্তির ইঙ্গিত দিচ্ছেন? কারণ, বিএনপি অতীতে বিভিন্ন সময় দানবীয় রূপ ধারণ করেছে, আমরা দেখেছি। গয়েশ্বর বাবু দানববন্ধব করতে হবে -এ ঘোষণার মধ্য দিয়ে আবারও সেই ২০১৩ থেকে ২০১৫ সালে যে দানবীয় রূপ ধারণ করেছিল সেই একই রূপ ধারণ করার ইঙ্গিত দিচ্ছেন কি না -সেটি হচ্ছে প্রশ্ন।’

Advertisement

ছাত্রলীগের কমিটি থাকছে কি না -এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের প্রচার সম্পাদক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই ছাত্রলীগের কমিটির বিষয়টি দেখাশোনা করেন। তিনিই ছাত্রলীগের কমিটি থাকবে কি থাকবে না -এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। তবে ছাত্রলীগের ব্যাপারে ঢালাওভাবে যে সব অভিযোগ করা হয় সেসব অভিযোগ সত্য নয়। ছাত্রলীগে কিছু অনুপ্রবেশকারী ঢুকেছে। তারা নানা সময় নানা ঘটনা ঘটায়। সেগুলোর দায় ছাত্রলীগের ওপর এসে পড়ে। সব সময় যে সব খবর প্রচারিত হয় সবগুলো সঠিক নয়।’

আওয়ামী লীগ চায় বিএনপি একটি শক্তিশালী দল হিসেবে দেশে টিকে থাকুক মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপিকে তো অন্য কারো ধ্বংস করার দরকার নেই। বিএনপি নিজেই বিভিন্ন সময় আত্মহত্যার সিদ্ধান্ত গ্রহণ করেছে।’

আরএমএম/আরএস/পিআর

Advertisement