আইন-আদালত

মহিলা দলের সভানেত্রী রাজিয়ার জামিন নামঞ্জুর

বিস্ফোরক মামলায় ঢাকা মহানগর দক্ষিণের মহিলা দলের সভানেত্রী রাজিয়া আলীমের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

Advertisement

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলাম শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

রাজধানীর বংশাল থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গতকাল রাজিয়া আলীমকে আদালতে হাজির করে বংশাল থানা পুলিশ। এ সময় তার আইনজীবী জামিনের আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডল শুনানির জন্য আজকের দিন ধার্য করেন। আজ শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।

Advertisement

এর আগে বুধবার (১১ সেপ্টেম্বর) পুরান ঢাকার নয়াবাজারের বাগডাসা লেনের বাসা থেকে বংশাল থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে রাজিয়ার বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে একটি মামলা করা হয়। চলতি বছরের জুন মাসে তার বিরুদ্ধে এই মামলায় চার্জশিট দেয় পুলিশ। চার্জশিট দেয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন।

জেএ/এসআর/পিআর

Advertisement