লাইফস্টাইল

পুদিনা চিকেন রাঁধবেন যেভাবে

মুরগির মাংস দিয়ে নানা এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন রাঁধুনীরা। তৈরি হয় সুস্বাদু আর জিভে জল আনা সব খাবার। আজ চলুন জেনে নেয়া যাক তেমনই একটি রেসিপি। জেনে নিন কীভাবে রাঁধবেন পুদিনা চিকেন-

Advertisement

উপকরণ:

চিকেন (১/২ ইঞ্চি করে কাটা টুকরো) ৫০০ গ্রামআদা-রসুন (বাটা) ২ চা চামচচিকেন মশলা ১ চা চামচমরিচ গুঁড়া ১ চা চামচকর্নফ্লাওয়ার ২ চা চামচলবণ স্বাদমতোতেল ২ চা চামচপেঁয়াজ ২ টিপুদিনাপাতা (বাটা) ১ আঁটিটমেটো পিউরি ৪ চা চামচ

প্রণালি:

Advertisement

মাংসটা আদা-রসুন বাটা, চিকেন মশলা, মরিচ গুঁড়া, কর্নফ্লাওয়ার এবং লবণ দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রাখুন ৩ ঘণ্টা। ননস্টিক প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজ দিয়ে বাদামি রং ধরা পর্যন্ত ভাজুন।

এরপর পুদিনাপাতা দিয়ে ২ মিনিট নাড়াচাড়া করুন। এবার ম্যারিনেট করা মাংস দিন এবং আধকাপ পানি দিয়ে ৫ মিনিট রান্না করুন। মাংসটা রান্না হতে দিন।

এবার টমেটো পিউরি দিয়ে ১ মিনিট নাড়াচাড়া করুন। আঁচ থেকে নামিয়ে পুদিনাপাতা দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।

এইচএন/পিআর

Advertisement