রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ৫ম সমাবর্তন আগামী ১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সমাবর্তনে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
Advertisement
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সেলিম হোসেন জানান, বিশ্ববিদ্যালয়ের ২০০৯-২০১০ থেকে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষ পর্যন্ত বিএসসি, এমএসসি, এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীরা এই সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন।
আগামী ২০ অক্টোবরের মধ্যে আগ্রহীদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন ফি চার হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সমাবর্তনে অংশগ্রহণের নিবন্ধনের জন্য রুয়েটের ওয়েবসাইটে (www.ruet.ac.bd) বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
তবে রেজিস্ট্রেশন শুরুর তারিখের বিষয়ে জানতে চাইলে সমাবর্তন আয়োজন কমিটির সদস্য বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আলী হোসাইন বলেন, শনিবার সমাবর্তন আয়োজন উপকমিটির একটা সভা অনুষ্ঠিত হবে। তারপর শুরুর তারিখটা জানানো যাবে। আশা করা যাচ্ছে আগামী সপ্তাহ থেকে রেজিস্ট্রেশন শুরু হবে।
Advertisement
সালমান শাকিল/আরএআর/পিআর