বিনোদন

ভক্তদের ফোনের অপেক্ষায় মোশাররফ করিম

মঞ্চ থেকে টিভি নাটক। তারপর চলচ্চিত্র। সবখানেই সোনা ফলিয়েছেন তিনি। দর্শকের কাছে বিনোদনের জাদুর বাক্স তিনি। যেখানে আছে সব রকম চরিত্রের জয়জয়কার। তিনি মোশাররফ করিম। প্রায় এক যুগ তিনি রাজত্ব করে চলছেন এ দেশের টিভি নাটকে। চলচ্চিত্রেও দেখিয়েছেন নিজের মুন্সিয়ানা।

Advertisement

অভিনয় জীবনে তার প্রাপ্তিও অনেক। তাইতো এই দীর্ঘ ক্যারিয়ারে মোশাররফ করিমের ভক্ত সংখ্যাও কম নয়। নানা সময় আরোচনায় আসে মোশাররফ করিমের ভক্তদের নানা পাগলামি। ভক্তরা চান তাদের এই প্রিয় তারকার সাথে দেখা করতে কিংবা কথা বলতে। অবশেষে আসলো সেই সুযোগ।

ভক্তরা কথা বলতে পারবেন মোশাররফ করিমের সঙ্গে। তাকে ফোন করলেই ভক্তদের প্রশ্নের উত্তর দিবেন তিনি। আজ বৃহস্পতিবার রাত ৮টায় যেকোনো রবি ও এয়ারটেল নাম্বার থেকে ২২২৮৮ নাম্বারে কল করলেই এই অভিনেতার সঙ্গে কথা বলা যাবে।

এ বিষয়ে এক ভিডিও বার্তায় মোশাররফ করিম বলেন, ‘দর্শকদের সঙ্গে গল্প করার জন্য দারুণ একটা সুযোগ পেয়েছি। আজ ঠিক রাত ৮টায় আমি থাকছি স্টার জোন সার্ভিসে। থাকবো শুধু মাত্র দর্শকদের সঙ্গে আড্ডা দিতে। আমি রেডি আপনারা রেডি তো? আমি থাকবো শুধু আপনাদের অপেক্ষায়।’

Advertisement

এদিকে মোশাররফ করিমের সঙ্গে দর্শকদের সরাসরি কথা বলার সুযোগ করে দিচ্ছে রবি-এয়ারটেল ও লাইভ এন্টারটেইনমেন্ট। এর আগেও দেশের অনেক জনপ্রিয় তারকা হাজির হয়েছেন এই আয়োজনে। এবার সেই আয়োজনের অতিথি মোশাররফ করিম।

উল্লেখ্য, ১৯৯৯ সালে তিনি অতিথি শিরোনামের একটি নাটকে প্রথম অভিনয় করেন মোশাররফ করিম। এরপর থেকেই শুরু। ২০০৪ সালে আমজাদ হোসেন রচিত উপন্যাস অবলম্বনে তৌকির আহমেদ নির্মিত জয়যাত্রা চলচ্চিত্রে অভিষেক হয় তার।

পরবর্তীতে তিনি রূপকথার গল্প (২০০৬), দারুচিনি দ্বীপ (২০০৭), থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার (২০০৯), প্রজাপতি (২০১১), টেলিভিশন (২০১৩), জালালের গল্প (২০১৫), অজ্ঞাতনামা (২০১৬), হালদা ও সর্বশেষ কমলা রকেট চলচ্চিত্রে অভিনয় করেন।

এমএবি/জেআইএম

Advertisement