ক্যাম্পাস

গাড়ি পার্কিং নিয়ে বাগবিতণ্ডা, গাড়ি ভাঙচুর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের পাশে ফুটপাতে গাড়ি পার্কিং নিয়ে চা দোকানি, পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে বাগবিতণ্ডা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

Advertisement

এ ঘটনায় ছাত্রাবাসের ছাত্ররা তিন পুলিশ সদস্যকে তাদের ছাত্রাবাসে নিয়ে আটকে রাখে। পরে ঘটনাস্থলে প্রক্টরিয়াল টিমের সদস্যরা উপস্থিত হয়ে বিষয়টি মীমাংসা করে দেন।

জানা যায়, এক ব্যক্তি তার আত্মীয়ের মরদেহের সঙ্গে আজিমপুর কবরস্থানে আসেন। তার প্রাইভেটকার কবরস্থানের গেটের সামনে সাইড করে রাখেন। পাশের চা দোকানি গাড়ি রাখতে তাকে নিষেধ করেন। এ নিয়ে বাগবিতণ্ডার মাঝে গাড়ির মালিক দোকানিকে লাথি মারেন। এ সময় দোকানি হলে কল দিলে ছাত্ররা গিয়ে গাড়ি ভাঙচুর করে এবং ওই লোককে ব্যাপক মারধর করে।

খবর পেয়ে পুলিশ আসলে ছাত্রদের সঙ্গে পুলিশেরও বাগবিতণ্ডা হয়। এতে ওই গাড়ি আরও ভেঙে ফেলা হয়। ছাত্ররা তিন পুলিশ সদস্যকে আটকে রাখে। খবর পেয়ে আরও পুলিশ সদস্য ও ঢাবির প্রশাসনের লোক আসেন।

Advertisement

এ বিষয়ে ঢাবি প্রক্টর গোলাম রাব্বানী জাগো নিউজকে বলেন, এখন ঘটনার মিটমাট হয়ে গেছে। পুলিশ সদস্যদের ছেড়ে দেয়া হয়েছে। এখন কোনো ঝামেলা নেই।

বিএ