বরিশালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফরহাদ হোসেন জিহাদ (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর সোয়া ২টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
Advertisement
জিহাদ মুলাদী উপজেলার মধ্য চরলক্ষীপুর গ্রামের হারুন অর রশিদ হাওলাদারে ছেলে এবং চর লক্ষীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এস এম বাকির হোসেন জানান, মঙ্গলবার রাতে ৩ দিনের জ্বর নিয়ে জিহাদকে হাসপাতালে ভর্তি করেন তার স্বজনরা। তার বমি ও পায়খানার সঙ্গে রক্ত যাচ্ছিল। সব ধরনের চেষ্টা করেও জিহাদকে বাঁচানো যায়নি। আজ দুপুর ২টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, সম্প্রতি হাসপাতালে আবারও ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে। বুধবার দুপুর পর্যন্ত হাসপাতালে ডেঙ্গু রোগী ছিল ১১৩ জন। গত দুই মাসে এই হাসপাতালে ডেঙ্গুতে সাতজনের মৃত্যু হয়েছে।
Advertisement
সাইফ আমীন/এমবিআর/এমকেএইচ