নওগাঁয় দিনে-দুপুরে বাড়িতে ঢুকে ফাহিমা বেগম নামে এক গৃহবধূকে হত্যা করেছে দুর্বত্তরা। বুধবার বেলা ১১টার দিকে শহরের ধোপাপাড়ায় এ ঘটনা ঘটে।
Advertisement
নিঃসন্তান ওই গৃহবধূ ধোপাপাড়া এলাকার বাসিন্দা হাড়ি-পাতিল ব্যবসায়ী ইসরাইল শেখের স্ত্রী।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৯টার দিকে ফাহিমা বেগমের স্বামী ইসরাইল দোকানে চলে যান। বেলা ১১টার দিকে কাজের মেয়ে এসে ফাহিমা বেগমকে রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে চিৎকার করতে থাকে। পরে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের চাচাতো ভাই মনজুর হোসেন বলেন, তার বোন দিনের বেশিভাগ সময় বাড়িতে একাই থাকতেন। পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা বাড়িতে এসে ভারী কিছু দিয়ে আঘাত করে তাকে হত্যা করেছে।
Advertisement
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাকাতি করতে এসে দুর্বৃত্তরা ওই গৃহবধূকে হত্যা করেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে খবর পেয়ে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল লিমন রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আব্বাস আলী/এমবিআর/এমকেএইচ
Advertisement