মোবাইল অ্যাপস ভিত্তিক অন-ডিমান্ড কার সার্ভিসে (চলো টেকনোলজিস) যুক্ত হলো তাইওয়ানের বিনিয়োগ। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে অবস্থিত `চলো টেকনোলজিস লিমিটেড`-এর কার্যালয়ে এ বিষয়ে একটি চুক্তি সম্পাদিত হয়েছে। চুক্তিতে চলো টেকনোলজিসের প্রধান নির্বাহী দেওয়ান শুভ ও তাইওয়ানের ক্লাইডি উ স্বাক্ষর করেন।জানা গেছে, চুক্তি অনুযায়ী এই বিনিয়োগের মাধ্যমে চলোর উন্নয়নমূলক কার্যক্রম চলবে। এছাড়া দেশে ও আন্তর্জাতিক ফোরামে যৌথ বিপণন ও বিক্রয় কার্যক্রমের মাধ্যমে চলোর করপোরেট ব্র্যান্ডিং এর কাজ করা হবে।দেওয়ান শুভকে বাংলাদেশে এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য স্বাগত জানিয়ে ক্লাইডি উ বলেন, চলো জাতির জন্য একটি চ্যালেঞ্জিং সেবা শুরু করেছে। এই অন-ডিমান্ড সার্ভিস ঢাকা শহরের পরিবহন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।চলোর সেবাকে সম্ভাবনাময় আখ্যা দিয়ে তিনি আরো জানান, চলোর মাধ্যমে বাংলাদেশে আরো স্টার্টআপে বিনিয়োগ করবেন তিনি।তাইওয়ানের ক্লাইডি উ হলেন একজন অ্যাঞ্জেল ইনভেস্টর। তিনি সাধারণত জাপান, চীন ও তাইওয়ানের স্টার্টআপে বিনিয়োগ করে থাকেন। এবার আসছেন বাংলাদেশে।দেওয়ান শুভ ক্লাইডি উ`র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই বিনিয়োগ দিয়ে চলো বাংলাদেশের ট্রান্সপোর্ট ট্রেন্ডের উন্নয়ন করতে পারবে।প্রসঙ্গত, চলো হলো বাংলাদেশের প্রথম অ্যাপভিত্তিক অন-ডিমান্ড কার সার্ভিস।আরএস
Advertisement