দেশজুড়ে

রাজনকে নিয়ে নাটক

সিলেটের কুমারগাওয়ে নির্যাতনে শিশু শেখ সামিউল আলম রাজন খুনের ঘটনা নাড়া দিয়েছে সমাজের সর্বস্তরের বিবেককে। এতে প্রতিবাদী হয়ে উঠেছেন সিলেটসহ গোটা দেশের মানুষ। এ প্রতিবাদের অংশ হিসেবে রাজন খুনের নির্মমতা নিয়ে এবার নাটক নির্মাণ হয়েছে। নির্মিত ‘অমানুষ’ নাটকটি নির্মাণ করেছেন সিলেটের উদীয়মান নাট্য নির্মাতা শামীম আহমদ বাদশা।শামীম আহমদ বাদশার জাগো নিউজকে জানান, ৪৫ মিনিট ব্যাপ্তি এ নাটকে উঠে এসেছে রাজন খুনের পৈশাচিক নির্যাতনের চিত্র। নিষ্ঠুরতার করুণ চিত্র ফুটিয়ে তোলার পাশাপাশি সৌদিতে ঘাতক কামরুলের আটক হওয়ার দৃশও তুলে ধরা হয়েছে। নাটকের শেষের দিকে বলা হয়েছে ‘ন্যায় বিচারের অপেক্ষায় গোটা জাতি’।শামীম আরও জানান, শিশু রাজন খুন সামাজিক অবক্ষয়ের এক জ্বলন্ত প্রমাণ। এ কারণে তার খুনের ঘটনা গোটা দেশের বিবেককে নাড়া দিয়েছে। আর এই প্রতিবাদের অংশ হিসেবে নাটকটি নির্মাণ করা হয়েছে। আর যাতে কোনো রাজনকে প্রাণ দিতে না হয় এ ম্যাসেজটিই তুলে ধরা হয়েছে নাটকটিতে।এদিকে রাজনের কাহিনী অবলম্বনে নির্মিত ‘অমানুষ’ নাটকটির মোড়ক উন্মোচন ও প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার রাতে সিলেটের নজরুল একাডেমিতে। নাটকটির মোড়ক উন্মোচন করেন সিলেট-২ আসনের সাবেক সাংসদ ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে ওসমানীনগর উপজেলা বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক স্যায়িদ আহমদ বহুলুরের সভাপতিত্বে ও ওসমানীনগর উন্নয়ন বাস্তবায়ন পরিষদ সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিমের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন নাটকটির পরিচালক শামীম আহমদ বাদশা।বিশেষ অতিথি ছিলেন ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী (নাজলু), সম্মিলিত নাট্য পরিষদ সিলেট জেলা সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজু আহমদ। ছামির মাহমুদ/এমজেড/পিআর

Advertisement