দেশজুড়ে

গভীর রাতে কালীগঞ্জ বাসস্ট্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড

ঝিনাইদহের কালীগঞ্জে মেইন বাসস্ট্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এতে চিত্রা, সোহেলি, চাকলাদার, মধুমতি পরিবহন কাউন্টার এবং দোকানসহ ১০টি ঘর পুড়ে যায়। সাথে সাথে স্টেশনে থাকা মেরামতযোগ্য একটি বাসের কিছু অংশও পুড়ে যায়।

Advertisement

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করেন। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। এতে মুদিক দোকান ও কাউন্টারের চেয়ার, টেবিল, টিন, মেরামতযোগ্য একটি বাসের কিছু অংশ পুড়ে যায়। প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আব্দুল্লাহ আল মাসুদ/এমআরএম

Advertisement