টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের নলিন বাজারে জামায়াত-শিবিরের গোপন বৈঠকের প্রস্তুতিকালে ৩৬ জন জামায়াত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
Advertisement
মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে হেমনগর ইউনিয়নের নলিন বাজারে পিকনিকের নামে গোপন বৈঠকের উদ্দেশ্যে নৌকায় চরের মধ্যে যাওয়ার পথে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে গোপালপুর উপজেলা জামায়াতের বর্তমান আমির গোলাম মোস্তফা রঞ্জু ও সাবেক আমিরসহ বাকি ৩৪ জন জামায়াত-শিবিরের নেতাকর্মী।
বিষয়টি নিশ্চিত করে গোপালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, আটক জামায়াত-শিবিরের নেতাকর্মীরা দেশের বৃহৎ স্থাপনা বঙ্গবন্ধু সেতুতে নাশকতার পরিকল্পনা করেছিল। পরিকল্পনা বাস্তবায়নের জন্য আগে বনভোজনের নামে সেতু এলাকায় রেকি করে তারা। এর আগেও নৌকা ভ্রমণে গিয়ে সরকার উৎখাতে বিভিন্ন ধরনের পরিকল্পনা করেছিল তারা।
Advertisement
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে নাশকতা তৈরির জন্য যমুনা নদীতে নৌকা ভ্রমণে যাওয়ার জন্য উপজেলার নলীন বাজারে একত্রিত হয় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। পরে অভিযান চালিয়ে ৩৬ জনকে আটক করা হয়। তাদের হেমনগর পুলিশ তদন্ত কেন্দ্রে আনা হয়েছে। তাদের বাড়ি গোপালপুরসহ দেশের বিভিন্ন প্রান্তে।
ওসি আরও বলেন, আটককৃতরা প্রাথমিকভাবে জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। এছাড়া দেশে মঙ্গলবার আশুরার অনুষ্ঠান ছিল। এই দিনে তারা বনভোজনের নামে নাশকতার পরিকল্পনা করেছেন। এর সঙ্গে জড়িত বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে গোপালপুর উপজেলা জামায়াতের বর্তমান আমির গোলাম মোস্তফা রঞ্জু ও সাবেক আমির রয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আরিফ উর রহমান টগর/এএম/পিআর
Advertisement