ক্যাম্পাস

মোবাইল চুরির অভিযোগে রাবির ৩ শিক্ষার্থী আটক

মোবাইল চুরির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিন শিক্ষার্থীকে আটক করেছে নগরীর মতিহার থানা পুলিশ। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে তাদের আটক করা হয়।

Advertisement

আটকরা হলেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হাসিব হাসান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নাইমুর রহমান শুভ এবং লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মো. আব্দুল মারুফ।

চুরির বিষয়ে জানতে চাইলে অভিযক্তি হাসিব হাসান বলেন, ‘শুভ কয়েকদিন থেকে বলছিল- তার খুব টাকার দরকার। সে আমাকে দুইটা ফোন দিয়ে বলে, এগুলো বন্ধক রেখে কিছু টাকা যোগাড় করে দিতে। পরে ফোনগুলো নিয়ে আমি স্টেশন বাজারের একটি দোকানে যাই। সেখান থেকে মারুফ আমাকে একটি গাড়িতে তুলে হলে নিয়ে আসে। এখন শুভ ও মারুফ আমাকেই চোর বলে সাবস্ত করছে।’

অপরদিকে অভিযুক্ত শুভ ও মারুফ বলেন, ‘হাসিবই আমাদের দিয়ে এ চুরির কাজ করিয়েছে।’

Advertisement

শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘সকালে আমি ঘুম থেকে ওঠার পর জানতে পারি- হল থেকে দুটি ফোন চুরি হয়েছে। পরে আমার সঙ্গে হাসিবের দেখা হয়। তার সঙ্গে কথাবার্তার এক পর্যায়ে আমার সন্দেহ হয়, ফোনগুলো সেই চুরি করেছে। কারণ তার বিরুদ্ধে আগেও ল্যাপটপ চুরির অভিযোগ রয়েছে। পরে জিজ্ঞাসাবাদে হাসিব চুরির বিষয়টি স্বীকার করে।’

মতিহার থানা ডিউটি অফিসার এএসআই মাইনুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয় থেকে মোবাইল চুরির দায়ে তিনজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ড. লুৎফর রহমান বলেন, মোবাইল ফোন চুরির দায়ে তিন শিক্ষার্থীকে আটক করা হয়েছে বলে শুনেছি।

সালমান শাকিল/এমবিআর/পিআর

Advertisement