জাতীয়

নারায়ণগঞ্জের ঘটনায় সিআইডির তদন্ত চায় না রাষ্ট্রপক্ষ

নারায়ণগঞ্জে আলোচিত ৭ হত্যাকাণ্ডের মামলায় সিআইডিকে তদন্ত করা থেকে অব্যাহতি দিতে আবেদন করেছেন রাষ্ট্রপক্ষ। এ সংক্রান্ত একটি আবেদন বুধবার বিচারপতি রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জমা দেন।আদালতে অ্যাটর্নি জেনারেল বলেন, হাইকোর্ট যখন এ মামলার তদন্ত করতে সিআইডিকে দায়িত্ব দেন তখন আমরা আপিল বিভাগে গিয়েছিলাম। আপিল বিভাগ বলেছিল সংশ্লিষ্ট বেঞ্চে এ বিষয়ে আবেদন করতে।আগামীকাল বৃহস্পতিবার এ আবেদনের উপর শুনানির জন্য দিন ধার্য্য করেন আদালত।পরে সাংবাদিকদেরকে অ্যাটর্নি জেনারেল বলেন, ফৌজদারি মামলায় একই সঙ্গে দুটি সরকারি তদন্ত সংস্থা তদন্ত করতে পারে না। যদি করে তাহলে এটা আইনের লঙ্ঘন হবে। যেহেতু নারায়ণগঞ্জে হত্যা মামলায় ডিবি তদন্ত করছে, সুতরাং সিআইডির তদন্ত করার প্রয়োজন নেই।গত ৫ মে নারায়নগঞ্জের ঘটনায় ডিবির পাশাপাশি সিআইডিকেও মামলার তদন্ত করতে আদেশ দেন হাইকোর্ট।একই সঙ্গে এ ঘটনায় র‌্যাবের কোন সাবেক বা বর্তমান সদস্যের সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখতেও বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়।

Advertisement