দেশজুড়ে

এবার পাউরুটির ভেতরে ইয়াবা

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিতে বিভিন্ন সময় বিভিন্ন কৌশলে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য পাচার করে থাকেন মাদক ব্যবসায়ীরা। কখনও কাঁঠাল-তরমুজ-নারকেলের ভেতর, কখনও পেট, পায়ুপথসহ শরীরের বিভিন্ন অঙ্গে লুকিয়ে, আবার কখনও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেল করে। এমনকি কোরআন শরিফের ভেতরে লুকিয়েও ইয়াবা পাচারের ঘটনা ঘটেছে।

Advertisement

এবার অভিনব কায়দায় পাউরুটির ভেতরে লুকিয়ে পাচারকালে এক হাজার ৫২০ পিস ইয়াবাসহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার রাতে নগরীর চরপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন সিলেটের বিয়ানীবাজার উপজেলার জালালনগর গ্রামের তোয়াক্কেল আলীর ছেলে সোহেল (৩৫), ময়মনসিংহ সদরের চরপাড়া এলাকার শামছুল হকের ছেলে আল বাকারা জামান ওরফে হৃদয় (২৮) ও কেওয়াটখালী এলাকার সিরাজুল হকের ছেলে মাজেদুল ইসলাম (২৭)।

Advertisement

আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে।

মঙ্গলবার বিকালে জেলা ডিবি কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

রকিবুল হাসান রুবেল/এমবিআর/এমএস

Advertisement