দেশজুড়ে

বিয়ে বাড়িতে বরের বদলে আসলেন ম্যাজিস্ট্রেট

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক স্কুলছাত্রীর বাল্যবিয়ের খবর পেয়ে ওই বিয়ে বাড়িতে হাজির হন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জ্বল হোসেন। ম্যাজিস্ট্রেটের অভিযানের খবর পেয়ে বর আর বিয়ে বাড়িতে আসেনি। ফলে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পায় ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ওই স্কুলছাত্রী।

Advertisement

সোমবার দিবাগত রাতে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের চারিগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জ্বল হোসেন জানান, উপজেলার সাতগ্রাম ইউনিয়নের চারিগাঁও গ্রামে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রী বিয়ের দিন-তারিখ ঠিক করা হয়। ইতোমধ্যে দুই পক্ষই বিয়ের সকল আয়োজন সম্পন্ন করে। সোমবার রাতে বিয়ে সম্পন্ন করতে কনের বাড়িতে বরের আসার কথা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বর আসার আগেই বিয়ে বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় মেয়ের অভিভাবকদের বুঝিয়ে বিয়ে বন্ধ করে দেয়া হয় এবং ১৮ বছর পূর্ণ হলে বিয়ে দেবে বলে মুচলেকা নেয়া হয়েছে।

তিনি আরও জানান, অভিযানের খবর পেয়ে বর আর বিয়ে বাড়িতে আসেনি। তাই বর বা বরের অভিভাবকদের কোনো দণ্ড বা জরিমানা করা সম্ভব হয়নি।

Advertisement

মো. শাহাদাত হোসেন/এমবিআর/পিআর