দেশজুড়ে

রাস্তায় বিকল ট্রাকে অপর ট্রাকের ধাক্কা, নিহত ৩

বাগেরহাটের রামপালে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার বাবুরবাড়ী এলাকায় রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র সড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ইটবাহী একটি ট্রাককে পাথরবোঝাই অপর একটি ট্রাক ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।

Advertisement

হতাহতরা হলেন ওই দুই ট্রাকের চালক ও হেলপার। এদেরে মধ্যে ইটবাহী ট্রাকের চালক মো. ইয়াসিন হোসেন আনসারীর (২২) পরিচয় জানা গেছে। তিনি সাতক্ষীরা জেলার নগরঘাটা গ্রামের ইসরাইল হোসেনের ছেলে। তবে নিহত দুই ট্রাকের হেলপারের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিন হাওলাদার জানান, রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের সড়কে বিকল হয়ে একটি ইটবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। চালক ও হেলপার ট্রাকটি মেরামতের কাজ করছিলেন। এ সময় পাথরবোঝাই আরেকটি ট্রাক পেছন থেকে এসে দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক ও হেলপার এবং পাথরবোঝাই ট্রাকের হেলপার ঘটনাস্থলেই নিহত হন।

ঘটনার পর কাটাখালী হাইওয়ে পুলিশ ও বাগেরহাট ফায়ার সার্ভিসের সদস্যরা নিহত তিনজনের মরহেদ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

Advertisement

এছাড়া গুরুতর আহত অবস্থায় পাথরবোঝাই ট্রাকের চালককে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শওকত আলী বাবু/এমবিআর/পিআর