ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিদ্দিকুর রহমান (৫৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় কবিরাজপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার ভোররাতে তার মৃত্যু হয়। বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলার কবিরাজপুর গ্রামে।
Advertisement
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, সিদ্দিকুর রহমান ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চিকিৎসা নিয়ে সোমবার দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর রাতে তিনি মারা যান।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ এনামুল হক জানান, ফরিদপুরে এ পর্যন্ত ২ হাজার ২২৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ১ হাজার ৬৪২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আর মারা গেছেন ৮ জন।
তিনি আরও জানান, এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে মোট ২৩০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।
Advertisement
বি কে সিকদার সজল/এমএমজেড/এমকেএইচ