জাতীয়

‘দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি পা চালাও’

‘দেরি হয়ে গেছে, দ্রুত পা চালাও। মিছিল শুরু হয়ে গেছে।’ বেলা সোয়া এগারোটার দিকে নিউ মার্কেটের সামনে দিয়ে আজিমপুরমুখী রাস্তায় ছোট্ট একটি শিশু এবং একজন নারীকে এই বলে তাগাদা দিচ্ছিলেন মোহাম্মদপুর কৃষি মার্কেটের মাছবিক্রেতা মোহাম্মদ হোসাইন। আশুরার মিছিলে যোগ দিতে সপরিবারে পায়ে হেঁটে রওনা হয়েছেন। সঙ্গে ছোট্ট মেয়ে শিশু থাকায় জোরে হাঁটতে পারেননি। তাই মিছিলে শুরুতে যোগ দিতে না পারার আফসোস করলেন।

Advertisement

তিনি জানালেন, শৈশব থেকেই নিয়মিত মহররমের মিছিলে যোগ দিয়ে আসছেন। অসুখ-বিসুখ থাকলেও কখনোই মিস করেন না। নীলক্ষেত মোড়ে কর্তব্যরত পুলিশ কর্মকর্তার কাছে জানতে চাইলেন, হোসেনি দালান ইমামবাড়া থেকে বের হওয়া মিছিলটি এখন কোথায় আছে?

মোহাম্মদ হোসাইন সুন্নি মুসলমান হলেও পারিবারিকভাবেই নিয়মিত এই মিছিলে যোগ দেন। দুপুর দুইটায় আরেকটি মিছিল বের হবে। ওই মিছিলে সপরিবারে যোগ দেবেন বলে জানালেন তিনি।

সাধারণত সুন্নি মুসলমানরা তাজিয়া মিছিলে যোগ দেন না। তবে এই মাছবিক্রেতা বললেন, হুসাইনের ঘোড়ার পেছনে সুন্নিরা প্রতিবছরই মিছিলে যোগ দেন।

Advertisement

এমইউ/এসআর/এমকেএইচ