জাতীয়

বঙ্গবন্ধুর স্বপ্নের বিমান উড়বে দেশের সব মানুষকে নিয়ে

এখন থেকে বিমানের অভ্যন্তরীণ রুটের টিকিট পাওয়া যাবে ইউনিয়ন পর্যায়েও। দেশের প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় একটি করে ডিজিটাল সেন্টার খোলা হচ্ছে বিমানযাত্রীদের সুবিধার্থে। এ লক্ষ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্সেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ চুক্তিতে সই করেন এটুআই প্রকল্পের পরিচালক ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক প্রশাসন কবির বিন আনোয়ার ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মার্কেটিং ও সেলসের পরিচালক মোহাম্মদ শাহ নেওয়াজ। এখন থেকে তৃণমূল পর্যায়ের একজন যাত্রীকে টিকিটের জন্যে কষ্ট করে ঢাকায় আসতে হবে না। এ ধরনের কার্যক্রম বিমানের ভাবমূর্তি উজ্জ্বল করবে। এছাড়া স্বাধীনতা পরবর্তী সময়ে গড়ে তোলা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বপ্নের বিমান উড়বে দেশের সব মানুষকে নিয়ে।বিমানের পক্ষে চুক্তিতে স্বাক্ষরকারী মার্কেটিং ও সেলস-এর পরিচালক মোহাম্মদ শাহ নেওয়াজ জাগো নিউজকে বলেন, এই চুক্তির ফলে দেশের যেসব এলাকায় বিমানবন্দর রয়েছে সেসব এলাকার সাধারণ মানুষ ইউনিয়ন পর্যায়ে বসেই ডিজিটাল সেন্টার থেকে বিমানের টিকিট সংগ্রহ করতে পারবেন। এ সেবা পর্যায়ক্রমে দেশের সব ডিজিটাল সেন্টার থেকে পাওয়া যাবে বলে জানান তিনি।মোহাম্মদ শাহ নেওয়াজ বলেন, আপাতত দেশের ১১টি জেলার ১০০টি ডিজিটাল সেন্টারে এ সেবা পাওয়া যাবে। ইউনিয়ন ও পৌর ডিজিটাল সেন্টারে বিমানের অভ্যন্তরীণ রুটের টিকিট বিক্রির এ উদ্যোগ প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশেরই একটি অংশ। দেশের প্রতিটি ইউনিয়ন ও পৌর এলাকা পর্যায়ক্রমে এই সুবিধার আওতায় আনা হবে।আর্ত-সামাজিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশে এ ধরনের উদ্যোগকে খুবই ইতিবাচক উল্লেখ করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একাধিক কমকর্তা। আরএম/একে/পিআর

Advertisement