বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় বজ্রপাতে কাপড় ব্যাবসায়ী কাবুল মোল্লার (৪৫) মৃত্যু হয়েছে। এ সময় মো. জসিম (৪০) নামে আরো একজন আহত হয়েছেন। শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে জাঙ্গালিয়া ইউনিয়নের লেংগুটিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।নিহত কাবুল মোল্লা ওই এলাকার আজিজ মোল্লার ছেলে। আহত জসিম লেংগুটিয়া গ্রামের বাসিন্দা।জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সহকারী সচিব আ. রহমান জানান, লেংগুটিয়া বাজারে কাবুল মোল্লার কাপড়ের দোকান রয়েছে। হঠাৎ করে আকাশ মেঘে ঢেকে যাচ্ছে দেখে দোকান বন্ধ করে বাড়ির দিকে রওনা দেন কাবুল ও জসিম। এ সময় বজ্রপাত হলে কাবুল মোল্লার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য কাবুলকে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়া হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।মেহেন্দিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কুমার দে জানান, বজ্রপাতের দুইজন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত কাবুল মোল্লাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে নিয়ে যাওয়ার খবর তিনি শুনেছি।সাইফ আমীন/এআরএ/পিআর
Advertisement