খেলাধুলা

দাপটের সঙ্গে ম্যাচে ফিরলো বাংলাদেশ ‘এ’

সেঞ্চুরির পর দুর্দান্ত বোলিং করে বাংলাদেশ ‘এ’ দলকে ম্যাচে ফিরিয়েছেন অলরাউন্ডার নাসির হোসেন। বাংলাদেশ ‘এ’ দলের দেয়া ২৫৩ রানের টার্গেটে নেমে এক উইকেটে ১১৯ রান করেছিল ভারত ‘এ’ দল। এরপর নাসিরের ঘূর্ণিতে ভারত দ্রুত সাত উইকেট হারালে দাপটের সঙ্গে ম্যাচে ফিরে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারত ‘এ’ দলের সংগ্রহ ৪০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭১ রান। এদিন বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ব্যাট এবং বল উভয়ে ত্রাতা হয়ে আসেন বাংলাদেশের অন্যতম সেরা অলরাউন্ডার নাসির হোসেন। ২৫৩ রানের টার্গেটে ভারত ‘এ’ দল শুরুটা করেছিল চমৎকার। দলীয় ৩১ রানে রুবেলের বলে মায়াঙ্ক আগারওয়াল আউট হয়ে যাবার পর অধিনায়ক উম্মুখ চান্দ এবং মানিশ পাণ্ডে ৮৮ রানের জুটিতে চাপে পড়ে বাংলাদেশ ‘এ’। তবে ২৮তম ওভারে অধিনায়ক চান্দকে (৫৬) ফিরিয়ে সফরকারীদের আশার আলো দেখান নাসির। এরপর পাণ্ডেকে বোল্ড করে সাজঘরে ফেরান রুবেল। দুই সেট ব্যাটসম্যানকে হারিয়ে চাপে ভারত ‘এ’ দল। এরপর নাসির হোসেনের জোড়া আঘাতে বাংলাদেশ দারুণভাবে ম্যাচে ফিরে আসে। এর আগে নাসির হোসেনের অনবদ্য সেঞ্চুরিতে ভারত ‘এ’ দলের বিপক্ষে ২৫৩ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও ব্যাটিং ব্যর্থতায় পড়ে বড় সংগ্রহ করতে পারেনি বাংলাদেশ ‘এ’ দল। অলরাউন্ডার নাসিরের দৃঢ়তায় আড়াইশ রানের কোটা পার করে সফরকারীরা। শুক্রবার সকালে ব্যাঙ্গালোরের চিন্নাস্বোয়ামি স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশ ‘এ’ দলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ভারত ‘এ’ দল।  প্রথম ওভারেই রনি তালুকদারের (০) উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় সফরকারীরা। তবে সৌম্য সরকার এবং এনামুল হক প্রাথমিক ধাক্কা সামলে নেন। দ্বিতীয় উইকেট জুটিতে ৬০ রান করার পর রিশি ধাওয়ানের বলে সাজঘরে ফেরেন সৌম্য (২৪)। এরপর ২২ রান তুলতেই ফিরে যান অধিনায়ক মুমিনুল হক (৩), এনামুল হক (৩৪) ও সাব্বির রহমান (১)। ফলে আবার চাপে পরে বাংলাদেশ ‘এ’। ষষ্ঠ উইকেট জুটিতে লিটন দাস এবং নাসির হোসেনের ৭০ রানের জুটিতে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। কিন্তু ৩৪তম ওভারে লিটন দাস আউট হয়ে গেলে কার্যত শেষ হয়ে যায় বাংলাদেশের বড় সংগ্রহ করার আশা। তবে এক প্রান্ত আগলে রেখে শেষ পর্যন্ত ব্যাট করে বাংলাদেশকে সম্মানজনক স্কোর তুলে দেন নাসির হোসেন। সর্বোচ্চ ১০২ রান করেন এই অলরাউন্ডার। ৮৩ বলে ১২টি চার এবং ১টি ছক্কার সাহায্যে তিনি এই রান করেন। এছাড়া লিটন দাস ৫৭ বলে ৬টি চারের সাহায্যে ৪৫ রান করেন। ভারতের পক্ষে রিশি ধাওয়ান ৪৪ রানে ৩টি উইকেট নেন। এছাড়া কর্ন শর্মা ৪০ রানে পান ২টি উইকেট।আরটি/একে/পিআর

Advertisement