আসন্ন ঈদে ঘরমুখো মানুষের আসা-যাওয়া নিরাপদ এবং নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। এ জন্য অতিরিক্ত যাত্রী পরিবহন ঠেকাতে ঈদের আগের পাঁচ দিন এবং ঈদের পরের সাত দিনসহ মোট ১২দিন এ সংক্রান্ত সমন্বয় কমিটি এবং আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারি থাকবে বলে হুঁশিয়ারি উচ্চরণ করেছেন নৌ-পরিবহন মন্ত্রী মো. শাজাহান খান।শুক্রবার বেলা ১২টার দিকে বরিশাল নদী বন্দর পরিদর্শনকালে এসব কথা বলেন নৌমন্ত্রী। নৌ দুর্ঘটনা রোধে রাতে যাত্রীবাহী নৌযান ছাড়া কোনো মালবাহী কার্গো কিংবা হাজাজ চলাচল করতে পারবেনা বলেও জানান মন্ত্রী। এই নিয়ম শুধু ঈদের সময় নয়, সারা বছরের জন্য প্রযোজ্য বলেও সাফ জানিয়ে দেন মন্ত্রী। এ সময় বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. তালুকদার মো. ইউনুচ, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর মোজাম্মেল হক, লঞ্চ মালক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু এবং সমুদ্র পরিবহন অধিদফতরের প্রধান প্রকৌশলী ফকরুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাইফ আমীন/এআরএ/পিআর
Advertisement